ডাউনলোড করে নিন মোবাইলে পিডিএফ পড়ার জন্য সেরা পিডিএফ এপ

এন্ডরয়েডের জন্য সেরা পিডিএফ রিডার

বই পড়তে যারা ভালোবাসেন তাদের কাছে এডোবি রিডার হচ্ছে পিডিএফ ফাইল পড়ার প্রথম পছন্দ। সবচেয়ে কম লোডিং সময়, স্মুথ স্ক্রলিং,ইচ্ছামত কমেন্ট, আন্ডার লাইন, মার্কিং,হাইলাইট, ইচ্ছামত কালার, ড্রপবক্স কানেক্ট করে ক্লাউড ফাইল পরা, নাইট ও ডে মুড ব্যবহার করে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ন্ত্রন করা, বুকমার্ক করা সহ নানা রকম সুবিধা রয়েছে এডোবি রিডারে।


সাম্প্রতিক ভার্সনে এডোবি যুক্ত করেছে স্ক্যান করে পিডিএফ তৈরির সুবিধা, যার জন্য আমরা অনেকেই অপেক্ষা করছিলাম। এর ফলে এখন আর ক্যামস্ক্যানার বা অন্য কোনো এপ ছাড়াই এডোবি রিডারের সাহায্যেে পিডিএফ তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে নিচ থেকে এডোবি রিডার এর সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন।


স্ক্যান সুবিধা


ওপেন/লঞ্চ করলে মেনুতে ক্লিক করে চিত্রের মত স্ক্যান (Scan) এ ক্লিক করুন,এবং ছবি তুলুন ডকুমেন্ট এর।

ব্যবহার

নিচের ছবিতে স্ক্যানার অপশনে যা যা আছে তা মার্ক করে দিলাম।


  1. লাল চিহ্নিত: ছবি তোলার জন্য ( যদি অটো ক্রপ চালু থাকে তাহলে Ready to Capture লিখা প্রদর্শনের পর ক্লিক করুন)।
  2. নীল চিহ্নিত: অটো ফ্লাশ লাইট চালু/বন্ধ করতে ( গ্লোসি পেপার স্ক্যান করতে বন্ধ রাখুন )।
  3. সবুজ চিহ্নিত: গ্যালারি থেকে ছবি যুক্ত করতে।
  4. হলুদ চিহ্নিত: অটো ক্রপ চালু বন্ধ করতে। 
  5. বেগুনী চিহ্নিত: স্ক্যান ক্লোজ করতে।



স্ক্যান সম্পন হওয়ার পর রিভিউ-তে যান। অন্তত একটা ছবি তুলার পর নিচে ডান কোনায় রিভিউ অপশন আসবে সেখানে ক্লিক করুন।


রিভিউ থেকে এডিটও করা সম্ভব, সবগুলো ছবি প্রয়োজন মতো এডজাস্ট করো Save PDF এ ক্লিক করুন। ফাইল ম্যানেজার থেকে আপনার পছন্দমত জায়গায় সেভ করুন।

স্কিন শর্টস








পোস্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের লিখা টিউটোরিয়াল আমাদের ব্লগে পাবলিশ করতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন।
পরবর্তী পোষ্ট পূর্ববর্তী পোষ্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url