খুব সহজে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পরীক্ষার ফলাফল দেখুন!

NU Honours Results Check Online

আসসালামু আলাইকুম, কেমন আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা? আজকে আপনাদের দেখাবো বর্তমানে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের রেজাল্ট দেখবেন। এই নিয়মে আপনারা খুব সহজে অনার্স যেকোনো বর্ষের রেজাল্ট কোনো প্রকার সার্ভার জটিলতা ছাড়া দেখতে পারবেন ইন-শা-আল্লাহ। অনান্য বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশ হওয়া মাত্র সার্ভার ডাউন হয়ে যেত তাই এবার রেজাল্ট দুটো গ্রুপে আলাদা করে দেওয়া হয়েছে। আশা করা যায় ভবিষ্যতেও এই প্রক্রিয়া চালু থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের সাম্প্রতিক প্রকাশিত ফলাফল দেখতে আপনি যদি B.Sc, BBA অথবা B.Music গ্রুপের শিক্ষার্থী হন তাহলে এই লিংকে ভিজিট করুন আর BA ও BSS গ্রুপের শিক্ষার্থীরা এই লিংকে ভিজিট করুন, নিচের মতো একটি ফরম দেখতে পাবেন।


এখানে প্রথম বক্সে সাধারণত একটি অপশন থাকে অর্থাৎ খুব সাম্প্রতিক সময়ের ফলাফল বেছে নেওয়া যায়, যেমন গতকাল অনার্স ৩য় বর্ষের ফলাফল প্রকাশ হয়েছে তাই এখানে শুধু অনার্স ৩য় বর্ষের অপশন আছে। ২য় বক্সটিতে B.Sc, BBA, BA etc অপশন থাকবে সেখান থেকে আপনার গ্রুপ বেছে নিন। ৩য় ও ৪র্থ খালিঘরে যথাক্রমে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও এক্সামের বর্ষ এডমিট কার্ড অনুযায়ী বসাবেন। তারপর Search Result বাটনে ক্লিক করুন।


উপরের মতো একটি পপআপ উইন্ডোতে আপনার ফলাফল দেখাবে। আপনার ব্রাউজারে যদি পপ-আপ উইন্ডো ওপেন করার পারমিশন না দেওয়া থাকে সেক্ষেত্রে ফলাফল পেতে সমস্যা হতে পারে।

SMS-এ রেজাল্ট জানার নিয়ম

মেসেজের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের ফলাফল জানতে নিচের স্ক্রিনশটের মতো করে NU<space>H1<space>XXXXXXXXX (আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি XXXXXXXXX এর জায়গায় বসাবেন) লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারটিতে। ফিরতি এসএমএসে আপনাকে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে। এখানে H1 দ্বারা অনার্স প্রথমবর্ষ বুঝানো হয়েছে, ২য় বর্ষের জন্য H2, ৩য় বর্ষের জন্য H3 ও চতুর্থ বর্ষের জন্য H4 বসাবেন।

আশাকরি উপরের যেকোনো একটি নিয়মে আপনি ফলাফল দেখতে সক্ষম হয়েছেন।
SMS-এর মাধ্যমে রেজাল্ট সার্ভারে প্রকাশের একটু দেরিতে আসে বলে আমার মনে হয়েছে। এক্ষেত্রে আপনি Time Expired মেসেজ রিপ্লাই পাবেন। আর এছাড়াও এভাবে রেজাল্ট দেখতে আপনার ব্যালেন্স থেকে একটি SMS পাঠানোর চার্জ কেটে নেওয়া হবে।

রেজাল্ট Reported মানে কি?

পরীক্ষার হলে আপনি যদি কোনো অসদুপায় অবলম্বনের জন্য ধরা পড়েন, কিংবা দায়িত্বরত শিক্ষক/হল গার্ড/পরীক্ষা নিয়ন্ত্রক এর সাথে বেয়াদবি করেন তবে আপনাকে রিপোর্ট করা হতে পারে (সাধারণত আপনার খাতায় পরীক্ষা নিয়ন্ত্রক লালকালি দিয়ে মন্তব্য করবেন)। এর ভিত্তিতে আপনার ফলাফল নিচের মতো Reported আসবে।


আপনি যদি এক সাবজেক্টেও রিপোর্ট খান, আপনার রেজাল্ট "Reported" আসবে, আপনি ঐ বিষয় বা অনান্য বিষয়ে পাস বা ফেইল যাই করেন না। রিপোর্টেড আসলে আপনার কোনো ফলাফল আসবে না, অর্থাৎ আপনি পরবর্তী বর্ষে প্রোমোটেড হবেন না। আপনার ঐ বছরের পুরো পরীক্ষা তো বাদ যাবেই, শাস্তি সরূপ পরবর্তী ১ থেকে সর্বোচ্চ ৪ বছর পরীক্ষা দেওয়ার যোগ্যতা হারাবেন আপনি। তাই পরীক্ষায় অসদুপায় অবলম্বন হতে বিরত থাকুন, এবং পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের সাথে ভালো আচরণ করুন। পরীক্ষা নিয়ন্ত্রক আপনাকে যদি ভুল দোষারোপও করেন তবুও তর্কে না জড়িয়ে ক্ষমা চেয়ে নিন।

পূর্বে প্রকাশিত পরীক্ষার ফলাফল

এতক্ষণ উপরে যে দুটো পদ্ধতি দেখালাম তা হচ্ছে সাম্প্রতিক প্রকাশিত ফলাফল দেখার নিয়ম, কিন্তু আগের প্রকাশিত পরীক্ষার ফলাফল দেখবো কিভাবে? সেজন্য আপনাকে এই লিংক থেকে রেজাল্ট আর্কাইভ ভিজিট করতে হবে। এখানে পূর্বে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল দেখতে পাবেন।


এই রকম একটা ওয়েব পেজ আসবে, সেখান থেকে ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, মাস্টার্স, ডিগ্রি, ইত্যাদি রেজাল্ট দেখতে পারবেন। তবে এখান থেকে ফলাফল দেখতে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারের পাশাপাশি রোল নাম্বার ও একটি ক্যাপচা পূরণ করা লাগবে। আপনি ইম্প্রুভ বা রিটেক দিলে রেজাল্ট প্রকাশের কয়েকদিন পর আর্কাইভে এটি আপডেট হয়ে যাবে।
আপডেটঃ আপনাদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স জিপিএ ক্যালকুলেটর তৈরি করেছি আমরা, যা এইখান থেকে ব্যবহার করতে পারবেন।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের ফলাফল, NU Honours Exam Result, nu exam result with gpa, ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট দেখার নিয়ম

পূর্ববর্তী পোষ্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url
airdrop logo
Pi Coin Mainnet Is Almost There!!