কিভাবে চায়নিজ রমে নোটিফিকেশন সমস্যার সমাধান করবেন?
চাইনিজ রমে বা চায়নিজ ভার্সনের ফোনগুলতে যেসব সমস্যা ফেস করতে হয়, নোটিফিকেশন দেরিতে আসা তার মধ্যে অন্যতম। নোটিফিকেশন দেরিতে আসার কারনে আপনি হোয়াটসএপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, ইমো ইত্যাদি এপের কল রিসিভ করতে পারবেন না, এমনকি মেসেজ বা কল আসলে এপে ডুকার আগ পর্যন্ত টের পাবেন না। একই কথা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের বেলায়ও খাটে। এর জন্য অনেকে নোটিফিকেশন আসে এমন এপগুলো রিসেন্টে লক করে রাখতে বলেন। কিন্তু এটা কোনো প্রপার সমাধান না। রিসেন্টে এপ লক করে রাখলে তা র্যামে বেশ ভালো জায়গা নেয়, ব্রাকগ্রাউন্ড এক্টিভিটির জন্য চার্জও টানে। যদিও রিসেন্টে এপ থাকলে বেশকিছু সুবিধাও আছে, সেদিকে গেলাম না। আর আমার মতো রিসেন্ট ক্লিয়ার করার অভ্যাস থাকলে নিজের অজান্তেই লক করা এপ রিমুভ করে ফেলবেন । তাই চলুন আপনাদের দেখাই কিভাবে চাইনিজ রমে নোটিফিকেশন দেরিতে আসার সমাধান সঠিকভাবে করবেন।
সমাধান
নোটিফিকেশন দেরিতে আসার সমাধান আপনি চাইলে এপ ধরে ধরে একটা একটা করে করতে পারেন আবার একসাথে সবগুলোর সমাধান করতে পারেন। আমি আপনাদের একটা একটা করে সমাধান করার পদ্ধতি দেখাবো প্রথমে, এরপর একসাথে সব এপের নোটিফিকেশন সমস্যার সমাধানও দেখাবো।সমাধান-১
সবার আগে যে এপে (ফেসবুক/হোয়াটসএপ/মেসেঞ্জার) নোটিফিকেশন দেরিতে আসে তার App Info তে যান।তারপর পারমিশনে ক্লিক করুন নিচের মতো-
এরপর নিচে অল পারমিশনস দেখতে পাবেন, তাতে ক্লিক করুন
অল পারমিশনসে গেলে আপনি অটোস্টার্ট এর অপশন পাবেন, তা চালু করে দিন।
ব্যাস হয়ে গেল আপনার নোটিফিকেশন সমস্যার সমাধান। এভাবে যেসব এপের নোটিফিকেশন নিয়ে সমস্যায় আছেন তা সমাধান করতে পারবেন। এভাবে একটা একটা করে এপ অটোস্টার্ট করা বিরক্তিকর লাগলে আপনি চাইলে নিচের পদ্ধতি অবলম্বন করতে পারেন।
সমাধান-২
প্রথমে সেটিংস এপে ডুকুন, এবং সার্চবারে Autostart লিখে সার্চ করুন। নিচের মতো সার্চ রেজাল্ট দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।এবার নিচের মতো সব এপের লিষ্ট আসবে, সেখানে এক এক করে যেসব এপে নোটিফিকেশন সমস্যা হয় সেগুলোর অটোস্টার্ট চালু করে দেন।
নিচে ডেমো হিসেবে নোটিফিকেশন প্যানেলের একটি স্ক্রিনশট যুক্ত করে দিলাম।
পোস্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের লিখা টিউটোরিয়াল আমাদের ব্লগে পাবলিশ করতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। এছাড়াও যুক্ত থাকতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে