কিভাবে সঠিকভাবে ব্যাটারি সাইকেল চেক করবেন।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হলাম, কিভাবে সহজে, দ্রুত ব্যাটারি চার্জ সাইকেল চেক করবেন তার উপর। যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাচ্ছেন উভয়ের জন্যই পোষ্টটি কাজে দিবে।
ব্যাটারি চার্জ সাইকেল কি?
ব্যাটারি সাইকেল বা ব্যাটারি চার্জ সাইকেল বলতে বুঝায় কোনো ব্যাটারি কত বার ফুল চার্জ করা ও তা ফুল ব্যাবহার করা হয়েছে। সহজভাবে বুঝিয়ে বললে, ফোনের ব্যাটারি শূণ্য পার্সেন্ট থেকে ১০০% চার্জ করে ব্যাবহার করে আবার ০% এ ফিরে গেলে একটি ব্যাটারি চার্জ সাইকেল পূর্ণ হবে।বর্তমানে বাজারে ব্যবহৃত ফোন নতুন বক্সে সিল মেরে বিক্রি করার ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এসব ফোন দেখে বুঝার উপায় নেই যে ফোনগুলো ব্যবহৃত হয়েছে কিনা। এমন অবস্থায় আপনও এক্টিভেশন ডেট ও ব্যাটারি সাইকেল চেক করে শিওর হতে পারেন আপনার ফোনটি ইনটেক কিনা। সাধারণত আনঅফিসিয়াল ফোনের বাজারে এই সমস্যাটি আমরা লক্ষ্য করেছি।
আপনারা যখন নতুন ফোন কিনবেন তখন তার ব্যাটারি চার্জ সাইকেল শূণ্য থাকবে। তবে আনঅফিসিয়াল ফোনগুলো যেহেতু অন্যভাবে আনা হয়, কিংবা কিছু ফোন সেলের পর রিটার্ন হয় সেগুলোর চার্জ সাইকেল ১-৩ হতে পারে। তবে একদম ব্র্যান্ড নিউতে ০ থাকে এটা শিওর থাকেন।
সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রেও চার্জও সাইকেল চেক করে বুঝতে পারেন ফোনটি কেমন ব্যবহার করা হয়েছে। আমার ফোনটি ১ মাসে প্রায় ১৪-১৭ সাইকেল ব্যবহার হয় (নতুন অবস্থায়)। তবে হালকা ইউজারদের ক্ষেত্রে এটি আরও কম হবে, আর উড়াধুরা গেমিং করেন যারা তাদের আরও বেশি হবে।
কিভাবে চার্জ সাইকেল চেক করবেন?
তো চলে আসা যাক মূল টপিকে, কিভাবে ব্যাটারি চার্জ সাইকেল চেক করবো? আমি এখানে দুটো এপ দেখাবো, একটা কাজ না করলে অন্যটি দিয়ে চেষ্টা করবেন।DevCheck
ডেভচেক একটা ডিভাইস ইনফরমেশন দেখার এপ। প্রথমে প্লেস্টোরে Devcheck সার্চ করে ইনস্টল করে নিবেন। বা সরাসরি নিচ থেকে ডাউনলোড করুন।এবার এপটি ওপেন করে ব্যাটারি ট্যাবে যান, নিচের মতো চার্জ সাইকেল কাউন্ট দেখাবে -
অনেকের ফোনে ডেভচেক এপে চার্জ সাইকেল কাউন্ট দেখায় না, বা ২-৩ বার ইনস্টল করার পর দেখায়। এছাড়া শূন্য সাইকেল থাকা অবস্থায় কাউন্ট শো করে না অনেক সময়। তারা নিচের পদ্ধতি ফলো করুন।
Battery Charge Cycle Counter
শুধুমাত্র ব্যাটারি এপিআই এর ডেটা দেখায় জন্য এই এপটি ইউক করতে পারেন। খুবই সিম্পল একটা ইউ আই, তবে ব্যাটারি রিলেটেড সব তথ্যই পাবেন। এর জন্য প্লেস্টোরে Battery Cycle Counter লিখে সার্চ করুন। তারপর নিচের মার্ক করা এপটি ইনস্টল করুন।অথবা সরাসরি নিচের লিংক থেকে ডাউনলোড করুন-
এপটি ওপেন করলে একটু সময় নিবে, তারপর সব ব্যাটারি রিলেটেড সব ডেটা দেখাবে। এখানে ব্যাটারি চার্জ সাইকেল দেখুন শূণ্য দেখাচ্ছে, মানে ফোনটি একদম নতুন।
আশা করি পোষ্টি পড়ে আপনারা ব্যাটারি সাইকেল বের করার নিয়ম বুঝে গেছেন। আপনার ইউআইতে যদি সিস্টেমে ব্যাটারি সাইকেল কাউন্ট দেখায় সেক্ষেত্রে আর আলাদা এপ নামানো লাগবে না, সেটিং এ গিয়ে Battery Cycle বা Charge Cycle লিখে সার্চ করতে পারেন।